বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, বিদেশে খালেদা জিয়ার আধুনিক চিকিৎসার প্রয়োজন আছে। বিএনপি মহাসচিব জানিয়েছেন, সময় এলেই রাজনীতি করবেন খালেদা জিয়া।
মির্জা ফখরুল আরও বলেন, তিনি কারগারে থাকুক আর যেখানেই থাকুক, তিনি অবশ্যই রাজনীতি করবেন৷ কারণ খালেদা জিয়া এ দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এবং গণতন্ত্রের সবচেয়ে বড় মাতা। তার সিদ্ধান্ত তিনি নেবেন, দল নেবে।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে হাসপাতালে নেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা নানা পরীক্ষা–নিরীক্ষা শেষে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাসায় ফিরে যান। এসময় রাস্তার পাশে বিএনপির অসংখ্য নেতা–কর্মী ভিড় করেন।
চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে খালেদা জিয়ার এক্সরে, সিটিস্ক্যান ও রক্তের নানা পরীক্ষা করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আগের মতোই আছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বিএনপি মহাসচিব জানিয়েছেন, খালেদা জিয়ার রাজনীতি নিয়ে আওয়ামী লীগের আগ্রহের উদ্দেশ্য ভালো নয়। জাতীয় প্রেসক্লাবে তাঁতীদলের অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এফএম/দীপ্ত সংবাদ