ইউক্রেনকে ট্যাংক সরবরাহ করার এক দিন পরই পোল্যান্ডে তেল রপ্তানি বন্ধ করল রাশিয়া। রবিবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।পোল্যান্ডের তেল পরিশোধন প্রতিষ্ঠান পিকেএন অরলেনের প্রধান নির্বাহী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে ঘাটতি পূরণ করতে বিকল্প উৎস খুঁজে বের করা হবে।
গত বছর রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো মস্কোর বিরুদ্ধে নানামুখী নিষেধাজ্ঞা আরোপ করে। এসব নিষেধাজ্ঞার আওতায় ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কিনতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। কিন্তু পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডকে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখার সুযোগ দেয়া হয়েছিল।
সম্প্রতি পোল্যান্ড ও জার্মানি ইউক্রেনকে লেপার্ড ট্যাংক দেয়ার কথা ঘোষণা করে। সেই ঘোষণা অনুসারে পোল্যান্ড সবার আগে ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠালে বিষয়টি রাশিয়া মোটেই ভালোভাবে গ্রহণ করেনি। তেল রপ্তানি বন্ধের মধ্যদিয়ে তা পরিষ্কার বোঝাল তারা।
এমি/দীপ্ত