ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে বেত লাহিয়া শহরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
স্থানীয় সময় শনিবার (১৯ অক্টোবর) গভীর রাতে এ হামলার ঘটনার ঘটে বলে রবিবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গাজার শাসক গোষ্ঠী হামাসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ উত্তর গাজার বেইত লাহিয়া শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরের ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি সেনাদের ব্যাপক হামলার খবরের কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটে।
ইসরায়েল বলেছে, তারা হতাহতের সংখ্যা খতিয়ে দেখছে। তবে হামাস সরকার হতাহতের যে পরিসংখ্যান দিয়েছে, তা ‘অতিরঞ্জিত’ । ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে থাকা তথ্যের সঙ্গে এই পরিসংখ্যান মেলে না।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বেত লাহিয়াতে যোগাযোগব্যবস্থা ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
হামাস নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যম কার্যালয় থেকে বলা হয়েছে, জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এই বোমা হামলার ঘটনা ঘটছে এবং এতে ৭৩ জন নিহত হয়েছেন। আর, ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা বলছে, হামলায় আবাসিক একটি এলাকা পুরোপুরি ধ্বংস হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবিসিকে বলেছে, তারা ‘হামাসকে সন্ত্রাসী লক্ষ্যবস্তু’ করে হামলা করেছে এবং ‘বেসামরিকদের ক্ষতি এড়াতে সম্ভাব্য সবকিছু করছে’।
উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।
এসএ