দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে পারলেন না বিশ্বের অন্যতম সেরা অল–রাউন্ডার সাকিব আল হাসান।
সাকিবকে ঢাকা টেস্টের দল থেকে বাদ দিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভ হয়েছিল। এর ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৮ অক্টোবর) সাকিবকে বাদ দেওয়া হয়।
মিরপুর স্টেডিয়ামের সামনে ব্যানার নিয়ে শুক্রবার বৃষ্টিভেজা বিকেলে সাকিবের পক্ষ নিয়ে বিক্ষোভ করেছেন একদল ক্রিকেটপ্রেমী। তাদের ব্যানারে লেখা ছিল– ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকমের ষড়যন্ত্র আমরা সাকিবিয়ানরা মেনে নেব না’ এবং ‘আমরা সাকিবের পাশে আছি।’
বিক্ষোভের পাশাপাশি সাকিব ভক্তরা, সাকিবকে দেশে ফিরিয়ে এনে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন বিশ্ব সেরা অল–রাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু সব প্রস্তুতি নিয়ে নিউইয়র্ক থেকে দেশে ফেরার পথে নিরাপত্তা ইস্যুতে দুবাইয়ে থেমে যেতে হয়েছে তাকে। তার বদলে দলে জায়গা পেয়েছেন স্পিনার হাসান মুরাদ।
এসএ