বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্র–জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার, সবই করেছেন তিনি। এটা যদি কাউকে ব্যাখ্যা করে বোঝাতে হয়, তাহলে একটু অসুবিধা আছে।
শনিবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত প্রতীকী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন শামসুজ্জামান দুদু।
অবিলম্বে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় দুদু বলেন, ‘সরকারের কাছে ছোট প্রত্যাশা, ১৫–২০ বছর দেশের মানুষ ভোট দিতে পারে না। ড. ইউনুসের প্রতি এখনও সমর্থন আছে। নির্বাচন যতো পিছিয়ে যাবে সংকট ততো প্রবল হবে। নির্বাচনের তারিখ না জানানো পর্যন্ত বিতর্ক তৈরি হতে থাকবে।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম কমবে প্রত্যাশা করলেও দাম বেড়েছে। রাজনৈতিক দলের সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব বাড়লে দেশের জন্য, স্বাধীনতার জন্য বিপদ হতে পারে।’
আল/ দীপ্ত সংবাদ