বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

যমুনা ইলেকট্রনিক্সে সুপার এক্সচেঞ্জ অফার শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রযুক্তিগত উৎকর্ষতা যে কোনো ইলেকট্রনিক্স পণ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর প্রযুক্তিগত সুবিধা সম্বলিত ইলেকট্রনিক্স পণ্য ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে দিতে যমুনা ইলেকট্রনিক্স বদ্ধপরিকর।

সম্প্রতি যমুনা ইলেকট্রনিক্সএর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুপার এক্সচেঞ্জ অফার কার্যক্রমের সূচনা করা হয়। এ অফারএর আওতায় সম্মানিত ক্রেতা সাধারণ যে কোনো ব্র্যান্ডের পুরনো বা ব্যবহৃত, সচল বা অচল ইলেকট্রনিক্স পণ্য, যথারেফ্রিজারেটর, ফ্রিজার, এসি, এলইডি টিভি/সিআরটি টিভি বদলে দেশসেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা ফ্রিজ, টিভি কিংবা এসি ক্রয় করতে পারবেন। এছাড়া রয়েছে নতুন ক্রয়কৃত পণ্যের অবশিষ্ট মূল্যের উপর সর্বোচ্চ ১৩% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। আরও রয়েছে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করে মোটরসাইকেল, হোম এপ্ল্যায়েন্সসহ আকর্ষণীয় ক্যাশব্যাক জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ।

এই এক্সচেঞ্জ অফার সম্পর্কে বলতে গিয়ে যমুনা ইলেকট্রনিক্স এর হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম বলেন, যমুনা ইলেকট্রনিক্স দেশের বৃহৎ কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। এর আগেও এক্সচেঞ্জ অফার ক্রেতাদের মাঝে বিপুল সাড়া ফেলেছিল। অসংখ্য ক্রেতা তাদের পুরনো ইলেকট্রনিক্স পণ্য বদলে দেশের এক নম্বর কোয়ালিটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড যমুনা নিয়েছেন। ক্রেতাদের বিপুল চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদের এ সুপার এক্সচেঞ্জ অফার।

যমুনা ইলেকট্রনিক্সের ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্ল্যা সেলিম বলেন, পুরনো ইলেকট্রনিক্স পণ্যে বিদ্যুৎ খরচ বেশি হয়। তাছাড়া এগুলো সার্ভিসিং বা রক্ষণাবেক্ষণ খরচ বেশি। রয়েছে পরিবেশ দূষণ ও দুর্ঘটনার ঝুঁকি। তাই গ্রাহকরা যাতে তাদের পুরনো পণ্য বদলে নতুন প্রযুক্তির সর্বাধুনিক বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা পণ্য কিনতে পারেন সেজন্য আকর্ষণীয় এই অফার।

তিনি বলেন, ক্রেতাদের খুশিকে ডাবল করতে রয়েছে আকর্ষণীয় ডিস্কাউন্ট আর রেজিস্ট্রেশন করে ক্রেতারা জিতে নিতে পারেন মোটরসাইকেল, ক্যাশব্যাকসহ আকর্ষণীয় সব মেগা উপহার।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লি. এর হেড অব বিজনেস মো. সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্ল্যা সেলিম, ডিরেক্টর এইচসিএম বিজনেস অপারেশনস আফসার উদ্দিন, জিএমএইচআর, সার্ভিস এন্ড বিজনেস ডেভেলপমেন্ট মুজাহিদুল ইসলাম, হেড অব রিটেইল অপারেশনসপ্লাজা নেটওয়ার্ক তাইফুর রহমান, জিএম অ্যাকাউন্টস সফিক উদ্দিন আহমেদ এফসিএ, হেড অব আইটি মো. মেহেদি হাসান, হেড অব ডিজিটাল মার্কেটিংও এ.জি.এম.ব্র্যান্ড ডেভেলপমেন্ট রুহুল কে. সাগর, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার সাবিরুল ইসলাম সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অফারের আওতায় গ্রাহক পুরাতন এসি বদলে নতুন যমুনা এসি নিলে সর্বোচ্চ ২১ হাজার টাকা ছাড়, পুরাতন ফ্রিজ বদলে নতুন যমুনা ফ্রিজ নিলে সর্বোচ্চ ২৩ হাজার ছয়শত টাকা ছাড়, এবং পুরাতন টিভি বদলে নতুন যমুনা এলইডি টিভি নিলে সর্বোচ্চ ২৫ হাজার চারশত ষাট টাকা ছাড় পেতে পারবেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সকল যমুনা প্লাজা বা ডিলারশপে ক্রেতারা এই এক্সচেঞ্জ অফারটি উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More