সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ১২৫টি। ২০২৩–২৪ সালের বাঘ জরিপে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সচিবালয়ে জরিপের ফল প্রকাশ করে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯ দশমিক ৬৫ শতাংশ এবং ২০১৫ সালের তুলনায় ১৭ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। ২০১৮ সালে বাঘ ছিলো ১১৪টি। ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত এ জরিপ চালানো হয়। সুন্দরবনের সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা এলাকার ৬০৫টি গ্রীডে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘের তথ্য নেয়া হয়। এক হাজার ২১০টি ক্যামেরায় ১০ লাখের বেশি ছবি ও ভিডিও ফুটেজ থেকে বাঘের ছবি পাওয়া যায় ৭ হাজার ২৯৭টি। সেখান থেকে ডোরাকাটা দাগ ও দেহের বিভিন্ন অংশের ছবি বিশ্লেষণ করে ১২৫টি বাঘ শনাক্ত করা হয়।