সেপ্টেম্বর মাসে সারাদেশে ৩৯২টি সড়ক দুর্ঘটনায় ৪২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ১৭৯ জন।
সোমবার (৭ অক্টোবর) বেসরকারি প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরমধ্যে ১৬৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭৯ জন। ৮টি নৌ–দুর্ঘটনায় ১১ জন নিহত, ৪ জন আহত এবং ২ জন নিখোঁজ রয়েছেন। ১৭টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
বাসের যাত্রী ২৫ জন, ট্রাক–পিকআপ–ট্রাক্টর–ট্রলি আরোহী ২২ জন, প্রাইভেটকার–মাইক্রোবাস আরোহী ২৪ জন, থ্রি–হুইলার যাত্রী (ইজিবাইক–সিএনজি–অটোরিকশা–অটোভ্যান) ৬৩ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন–ভটভটি–আলমসাধু) ৬ জন এবং বাইসাইকেল–প্যাডেল রিকশা আরোহী ১০ জন নিহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশন ৯টি জাতীয় দৈনিক, ৭টি নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
আল/ দীপ্ত সংবাদ