২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে সারা দেশে এক হাজার ২২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশালে (সিটির বাইরে) ৮৭ জন, চট্টগ্রামে (সিটির বাইরে) ১৬৯ জন, ঢাকায় (সিটির বাইরে) ২৮৪ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২০৭ জন, খুলনায় (সিটির বাইরে) ১১১ জন, ময়মনসিংহে (সিটির বাইরে) ১৯ জন, রাজশাহীতে (সিটির বাইরে) ৪৭ জন, রংপুরে (সিটির বাইরে) ৫৩ জন ও সিলেটে (সিটির বাইরে) সাতজন।
২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ২৯৭ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৩২ হাজার ৮০১ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত মোট ৩৬ হাজার ৫৯০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী।
আল/ দীপ্ত সংবাদ