জাপানের উত্তরাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডো প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ও জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এ ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি।
ভূপৃষ্ঠ থেকে ৪৩ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়। শুরুতে উপকূলীয় শহর কুশিরো ও নেমুরো কেঁপে উঠলেও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
শক্তিশালী ভূমিকম্প সহ্য করতে পারে তা নিশ্চিত করতে জাপানে কঠোর ভবন নির্মাণ বিধি রয়েছে। এ ছাড়া দেশটিতে নিয়মিত জরুরি মহড়াও অনুষ্ঠিত হয়।
আফ/দীপ্ত