রমজানে মাছ, মাংস, দুধ ডিমের দাম আর বাড়বে না। যতটা সম্ভব সহনশীলতার ভেতরে রাখা যায় আমরা সেটাই চেষ্টা করতেছি। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে এ খাবারগুলো খেতে পারে সেরকম মূল্য নির্ধারণের জন্য পোল্ট্রি অ্যাসোসিয়েশনসহ সবাইকে অনুরোধ বলেন,’মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ‘
শনিবার (২৫ফেব্রুয়ারি) আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্যমেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
সেই প্রসঙ্গে বলেন,মানুষের পুষ্টি ও খাবারের অন্যতম উপকরণ মাছ–মাংস–দুধ ও ডিম। উৎপাদন বৃদ্ধিতে যতো প্রকার সহায়তা করা দরকার সবটাই আমরা করছি। আমাদের উৎপাদন বেড়েছে। কিন্তু ইউক্রেন–রাশিয়ার যুদ্ধের ফলে পোল্ট্রির যে সব উপকরণ বিদেশ থেকে আনতে হয় সেটা আনার ক্ষেত্রে অনেক প্রতিকূল অবস্থার মোকাবিলা করতে হচ্ছে। এসবের কারণে খাবারের দাম বেড়েছে।
তিনি আরো বলেন, আমাদের দেশের ভেতরে যাতে বিকল্প খাবার তৈরি করা যায় এজন্য সাভারে নতুন একটা কারখানা স্থাপন করেছি। এরফলে নানা অজুহাতে উৎপাদনকারীরা আর দাম বাড়ানোর করার সুযোগ পাবেন না।