বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত। মামলাটি করা হয়েছিল সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ ঘোষণা দেয়ার অভিযোগে।
রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে ডিবি পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ না করে তাকে অব্যাহতির আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি শাহবাগ থানায় এই মামলা দায়ের করেছিলেন ছাত্রলীগের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল শাখার উপ–ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক জাহিদুল ইসলাম।
অভিযোগে বলা হয়, বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লন্ডনে আয়োজিত একটি কর্মিসভায় জিয়াউর রহমানকে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা’ হিসেবে ঘোষণা দেন তারেক রহমান। তার এই বক্তব্য বাংলাদেশে চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে মনগড়া মিথ্যা তথ্য–সংবলিত হিসেবে উল্লেখ করা হয়।