২০২৪ সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে বুধবার (১৮ সেপ্টেম্বর)। তবে বাংলাদেশ থেকে আংশিক এ চন্দ্রগ্রহণটি দেখা যাবে না।
রবিবার (১৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৩৯ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। সকাল ৮টা ৪৪ মিনিটে গ্রহণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। গ্রহণ শেষ হবে সকাল ১০টা ৪৯ মিনিটে।
বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখা না গেলেও অ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর ও পলিনেশিয়া অঞ্চল থেকে আংশিকভাবে দৃশ্যমান হবে।
উল্লেখ্য, পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে চন্দ্রগ্রহণ হয়। সেই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে।
প্রসঙ্গত, চলতি বছর ২৫ মার্চ সকাল ১০টা ২৩ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রথম চন্দ্রগ্রহণ হয়। যা পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে দেখা যায়।
এসএ