চলমান শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন ব্যহত হওয়ায় সরকারি ছুটির দিনেও গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানা চালু রেখেছে মালিকপক্ষ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে থেকেই শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন।
শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শিল্প পুলিশ ১ এর আওতাধীন ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে ১৪০০ শিল্প কারখানা আজ চালু রয়েছে। সরকারি ছুটির দিনে শিল্প কারখানা চালু রাখলেও কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। শ্রমিকরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছে। তবে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বন্ধ থাকা পাল গার্মেন্টসের শ্রমিকরাও সকালে কাজে যোগ দেয়ার জন্য কারখানার সামনে জড়ো হয়। এসময় কর্তৃপক্ষ যেসব শ্রমিকরা কাজ করতে চায় তাদের নাম লিখে জমা দিতে বলেন। পরে অনেকেই নিজেদের নাম লিখে দিয়ে যায়।
এছাড়া গত কয়েক দিনের মতোই শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে টহল।