বেসরকারি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ফার্মেসি ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৩ শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের মধ্যে দশজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। গুরুতর তিনজনকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, বাসে চেয়ার দখল নিয়ে ফার্মেসি বিভাগ এবং আইন বিভাগের শিক্ষার্থীদের হামলার ঘটনা ঘটে। এতে ১৩ শিক্ষার্থী আহত হয়। গুরুতর তিনজনকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল জামাল হোসেনকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কল রিসিভি করেননি তিনি।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসের সিট দখল নিয়ে আজকে এ হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী বলেন, বেসরকারি স্টেট ইউনিভার্সটির ফার্মেসি ও আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এজে/ দীপ্ত সংবাদ