আমি নারায়ণগঞ্জের একজন বাসিন্দা। আমাকে প্রতিদিন অফিসের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গুলিস্তান যেতে হয়।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এবং কাজলা (হানিফ ফ্লাইওভার এর গোড়ার দিকে) অংশে সব সময় কৃত্রিম যানজট তৈরি করে রাখা হয়। যার ফলে গুলিস্তান থেকে যানবাহনের দীর্ঘ লাইন সাইনবোর্ড পর্যন্ত চলে আসে। সকালে এই রোডের সবার জন্যে এক আতঙ্কের নাম রায়েরবাগ আর কাজলার জ্যাম। অফিস আদালত, জরুরী সেবা, অ্যাম্বুলেন্স সহ সব কিছুর স্বাভাবিক চলাচল প্রচণ্ড ভাবে বাধাগ্রস্থ হচ্ছে।
গত এক সপ্তাহ ধরে দেখছি , মাতুয়াইল (মেডিকেল) এর ইউটার্ন থেকে নতুন করে কৃত্রিম যানজট তৈরি করছে ঢাকার বাইরে থেকে আসা মালবাহী ট্রাকগুলো, সন্ধ্যার পরেই ঢাকায় ঢুকছে এবং এই ইউটার্ন গুলোতে রাস্তা পরিবর্তন, গাড়ি পার্ক করে তীব্র যানজটের সৃষ্টি করছে।
উল্লেখিত সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করছি।
সাজ্জাদ মাহমুদ
নারায়ণগঞ্জ
আল/ দীপ্ত সংবাদ