দীর্ঘ ৪ বছর পর শনিবার (২৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
জনসভাস্থল কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে মাঠ পরির্শন করে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, জনসমুদ্রে রূপ নেবে সমাবেশ। কোটালীপাড়াসহ গোপালগঞ্জ জেলার আশপাশের জেলা থেকেও হাজার হাজার নেতাকর্মী এ জনসভায় যোগ দেয়ার অপেক্ষায় রয়েছেন। অন্তত ২০ লাখ মানুষ জনসমাবেশে উপস্থিতি থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করছেন তারা।
এছাড়া তৃণমূলকেন্দ্রিক একগুচ্ছ প্রকল্পের সফল বাস্তবায়নের আজ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বড় বড় উন্নয়ন প্রকল্প ফুটিয়ে নৌকার আদলে সাজানো হয়েছে জনসভার মঞ্চ। যেখান থেকে ৪৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আর ৫টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তাসহ সব প্রস্তুতি শেষ হয়েছে।
কোটালীপাড়ায় জনসভার শেষে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন মুজিব কন্যা।
এফএম/দীপ্ত সংবাদ