মাসজুড়ে চড়া দামে বিক্রি হওয়া মুরগির দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কিছুটা কমেছে। পাশাপাশি কমেছে ডিমের দাম।
বাজারে কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকায়। কিন্তু গত মাসের শেষ দিকেও প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৫০ থেকে ১৬০ টাকায়। এদিকে ডজনে ১০ টাকা কমেছে ডিমের দাম ও।
বিক্রেতারা বলছেন, গত সপ্তাহে ২৩৫ টাকা বিক্রি করলেও চলতি সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকায়। আর লাল ডিমের ডজন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যান্য জিনিসের উচ্চমূল্য থাকায় ক্রেতারা মুরগি ও ডিমের দাম কমাতে সন্তুষ্ট নয়। কারন মুরগি ও ডিমের দাম কমার সাথে সাথে বেড়েছে চিনি ও তেলের দাম। যার জন্য ক্রেতাদের হিমশিম খেতে হতে হচ্ছে।
ক্রেতারা বলেন, শুক্রবার এলেই বিক্রেতারা দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামে। এতে সরকারের নজরদারি বাড়নোর তাগিদ দেন তারা।
এদিকে বাজারে বেড়েছে গরুর মাংসের দাম। কেজি প্রতি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েক সপ্তাহ আগে বিক্রি হতো ৬৫০ থেকে ৭০০ টাকায়। তবে স্থিতিশীল রয়েছে চালের বাজার।
যূথী/দীপ্ত সংবাদ