রাজধানীর মালিবাগ ও খিলক্ষেত বাজারে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) খুচরায় প্রতি কেজি কাঁচা মরিচ ১৪০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ভ্রাম্যমাণ সবজি বিক্রেতারা ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি করেছেন ৪৫ থেকে ৫০ টাকায়। সেই হিসাবে কেজিতে ২০০ টাকা পর্যন্ত দাম পড়েছে কাঁচা মরিচের।
কাঁচা মরিচের সাথে দাম বেড়েছে গরুর মাংসের। সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এই চিত্র দেখা যায়।
বাজারে সবজির দাম কিছুটা হাতের নাগালে আছে। আকারভেদে বাঁধাকপি ও ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। শসা প্রতি কেজি ৪০-৫০, লম্বা ও গোল বেগুন ৬০-৮০, টমেটো ৩০-৪০, শিম ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। বড় রসুনের কেজি ২০০ টাকা। ছোট রসুনের কেজি বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকায়। গরুর মাংসের দাম বেড়ে কেজি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে বিক্রি হতো ৬৫০ থেকে ৭০০ টাকায়। খাসির মাংসের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১১ শত টাকা কেজি।
এদিকে হঠাৎ কাঁচা মরিচের ভরা মৌসুমে দাম বৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি মো. ইমরান মাস্টার বলেন, বাজারে শুকনা মরিচের দাম দ্বিগুণ হয়েছে। এ জন্য চাষিরা কাঁচা মরিচ পাকিয়ে শুকনা করে বিক্রিতে আগ্রহ দেখাচ্ছেন। তাতে বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে।
এমি/দীপ্ত