মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

ভ্যানে লাশের স্তূপ করা সেই পুলিশ কর্মকর্তা, আ.লীগ নেতার ছেলে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

একটি ভ্যানে নিথর দেহের স্তূপ চাদর দিয়ে ঢেকে দিচ্ছেন মাথায় হেলমেট ও ভেস্ট পরা কিছু পুলিশ সদস্য। সেই স্তূপের ওপর আরও মরদেহ রেখে সেগুলোও রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন ওই পুলিশ সদস্যরা। তবুও নিথর দেহগুলোর ঝুলে পড়া সারি সারি হাত দেখা যাচ্ছে।

সম্প্রতি এমন ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভাইরাল হওয়া ভিডিওতে নির্বিচার গুলিতে গণহত্যার পর ভ্যানে তোলা কয়েকটি মরদেহের স্তূপের পাশে পুলিশকে হাঁটাহাঁটি করতেও দেখা গেছে। তাদের একজনকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তিনি ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে লেখাপড়া শেষ করে ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন আরাফাত। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বলে স্থানীয় ও জনপ্রতিনিধিরা নিশ্চিত করেছেন।

আরাফাত হোসেনের পিতা আরিফ হোসেন ওই ওয়ার্ডের বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ২০১৪ সালে অবসরগ্রহণ করেন বলে জানান বদরটুনি মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল।

তিনি বলেন, আরিফ হোসেন স্যার এলাকায় খুবই সজ্জন ব্যক্তি। তিনি একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন। কিন্তু সকলের সাথেই সহমর্মিতা ও সহাবস্থানে চলতেন।

হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, আরিফ হোসেন স্যার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন অনেক আগে। এখন তার বয়স ৮৫ বছরের বেশি। বার্ধক্যজনিত কারণে খুব একটা বাইরে বের হন না।

উল্লেখ্য, শুক্রবার (৩০ আগস্ট) মরদেহ স্তূপাকারে জমা করার এই চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে মরদেহ ভ্যানে নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে লাশ স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More