সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই পুরোনো দিনের পোস্ট সামনে চলে আসছে। এতে করে কেউ পুরোনো স্মৃতিতে ফিরে যাচ্ছে; আবার কেউ কেউ পড়ছে বিড়ম্বনায়।
বন্ধু তালিকায় থাকা ব্যক্তিরা পুরোনো ছবিতে মন্তব্য করতেই তা চলে আসছে সামনে। তবে হটাৎ কেন এই ট্রেন্ড শুরু হলো। এটা নিয়ে চলছে ফেসবুকে আলোচনা।
গত ১৩ জুন সংবাদকর্মী নবনীতা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একটা ছবি পোস্ট করেন এবং সেই পোস্টে রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন–এর ভেরিফাইড আইডি থেকে একটা মন্তব্য ( Nice and Attractive) করা হয়। এরপরই রাষ্ট্রপতির করা সেই মন্তব্য নেট দুনিয়া ভাইরাল হয়ে যায়। এতে বন্ধু তালিকায় থাকাদের পুরোনো ছবিতে ‘Nice and Attractive’ মন্তব্য করতে দেখা যাচ্ছে।
মূলত ওই মন্তব্যকে কেন্দ্র করেই ঝড় তুলে নেটিজেনরা।
.
আল আমিন/ দীপ্ত সংবাদ