বন্যা পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছে দেশের কয়েকটি জেলার মানুষ। চলমান বন্যায় বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপ।
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মাধ্যমে দেশের মানুষের সাথে দীর্ঘদিনের এক ভালোবাসার বন্ধন গড়ে উঠেছে সিটি গ্রুপের। সেই ভালোবাসার নিদর্শন হিসেবেই প্রতিষ্ঠানের কর্মচারীরা স্বেচ্ছায় একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছে।
সিটি গ্রুপের এই উদ্যোগের মাধ্যমে প্রাপ্ত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবহার করা হবে।
আর্থিক সহায়তার পাশাপাশি, সিটি গ্রুপের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় তাৎক্ষণিক ত্রাণ প্রদান কার্যক্রমও পরিচালনা পরিচালনা করা হচ্ছে।। কুমিল্লা, ফেনী, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং মিরসরাইসহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার ও পানি বিতরণ করা হচ্ছে।
পাশাপাশি টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ সংগ্রহ কার্যক্রমেও সিটি গ্রুপ খাদ্য সহায়তা দিয়েছে। যা বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে।
সিটি গ্রুপ কর্তৃপক্ষ জানায়, ‘বন্যার্ত এলাকার মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই দুর্যোগপূর্ণ সময়ে দেশবাসীর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য।’
সরকার এবং দেশবাসীর পাশে থেকে বন্যার্তদের সাহায্যার্থে সিটি গ্রুপ তার এই সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ