চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেশের প্রায় ৫০ লাখ মানুষ এবং পানিবন্দী রয়েছে ৯ লাখ মানুষ। এমন পরিস্থিতির মধ্যে ঝাঁপিয়ে পড়েছে সারা দেশের ছাত্র–জনতা, বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে।
দুঃখের বিষয় অনেক প্রত্যন্ত এলাকায় হওয়ায় এখনও কোন ত্রাণ সামগ্রী সহযোগিতা পাচ্ছে না ঢাকার কাছের জেলা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের পাইকোট, চৌগড়া, বাম, বাতাবাড়িয়া গ্রামগুলো। এই এলাকায় কমপক্ষে ৬০০ মানুষ পানিবন্দী হয়ে অনাহারে বিভীষিকা জীবন পার করছে।
দৌলখাঁড় ইউনিয়নের ভুক্তভোগী বাসিন্দা মনির হোসেন জানান, এই দুর্যোগময় মুহূর্তে আমাদের এই গ্রামগুলোতে কোন ত্রাণ সহায়তা আসেনি।
মনির হোসেন আরও জানান, দেশে সরকারি বেসরকারি উদ্যোগে যারা বন্যার্তদের সহায়তা করছে মিডিয়ার মাধ্যমে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন দ্রুত আমাদের নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের পাইকোট, চৌগড়া, বাম, বাতাবাড়িয়া এই গ্রামগুলোতে পানিবন্দী অসহায় মানুষের পাশে দ্রুত এগিয়ে আসে।
এসএ/দীপ্ত সংবাদ