টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দক্ষিণ–পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে রাঙামাটি কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে।
রবিবার (২৫ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহে।
তিনি বলেন, কাপ্তাই হ্রদের স্বাভাবিক নিয়মে বাঁধ খোলা হয়েছে। এর মাধ্যমে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে কর্ণফুলী নদীতে।
কাপ্তাইয়ের কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ধারণক্ষমতা ১০৯ এমএসএল পর্যন্ত উল্লেখ করে প্রকৌশলী আব্দুর জাহের বলেন, এর বেশি পানি রাখা সম্ভব হয় না। তাতে করে অন্য এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা থাকে। তাই ৬ ইঞ্চি পরিমাণ পানি অর্থাৎ ৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছে।
উল্লেখ, রবিবার সকাল ৭টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.২৭ এমএসএল (মিনস সি লেভেল) রেকর্ড করা হয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ