শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর আরামবাগে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের প্রধান কোচ, গোলাম রব্বানি ছোটন।
অন্যদিকে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাষ্টি’র সদস্য ফা. চার্লস বি. গর্ডন সিএসসি এবং কোষাধ্যক্ষ ফা. আদম এস. পেরেরা সিএসসি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ এ আয়োজনে উপস্থিত ছিলেন।
প্রথমেই জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এর সাথে জাতীয় সংগীতের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৩ এর অনুষ্ঠান শুরু হয়। ক্রীড়া প্রতিযোগিতার শুরুতেই মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাইম।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভক্ত কুমার বিশ্বাস প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে শপথ বাক্য পাঠ করান। এরপর প্রধান অতিথি এবং সভাপতি কবুতর ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২২ টি ইভেন্টসে ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাসপূর্ণ এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, বই, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়। ছেলেদের মধ্যে ডেভিড ত্রিপুরা ও মেয়েদের মধ্যে স্লাঘা অধিকারী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল র্যাফেল ড্র, এতে মোট ২০ জন ভাগ্যবানকে পুরস্কৃত করা হয়। সর্বশেষে ডেপুটি রেজিষ্ট্রার ফা. অসীম গনসাল্ভেস সিএসসি সকলকে ধন্যবাদ জানান এই সুন্দর আয়োজনের জন্য।
উল্লেখ্য, বার্ষিক এ আয়োজন নটরডেম বিশ্ববিদ্যালয় এর স্টুডেন্টস এফেয়ারস’র সিষ্টার সাগরিকা গমেজ সিএসসি এর তত্বাবধানে জনাব ভক্ত কুমার বিশ্বাস ও জনাব স্ট্যানলী পিউস রোজারি সহ অন্যান্য শিক্ষক মন্ডলীর সহযোগীতায় সফলভাবে সম্পন্ন হয়।