শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

বন্যার্তদের ত্রাণ দিতে সেনাবাহিনীর জরুরি নম্বর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সারা দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাউন্ট নম্বর ও ঠিকানা জানিয়েছে আইএসপিআর।

বৃহস্পতিবার (২২ আগস্ট) আইএসপিআর প্রদও এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান লজিস্টিকস এরিয়া রিলিফ ফান্ডহিসাব নম্বর ০০১৮০২১০০১০১১০, দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড, রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল শাখার অনুকূলে অনুদান প্রদান করতে পারবেন অথবা বিকাশ এর ক্ষেত্রে প্রয়োজনীয় বিকাশ নম্বর। ০১৭৬৯০১৩৮৫৮ প্রয়োজনে যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার ০১৭৬৯০১৩৬০৪, ০১৭৬৯০১৩৫৩০।

এ ছাড়া ঢাকায় ত্রাণসামগ্রী প্রদানের জন্য সেনাবাহিনী ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্র; প্রযত্নে: লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাসে যোগাযোগ করুন। স্থান: সেন্ট্রাল অর্ডন্যান্স ডেপো (সি ও ডি), মিলিটারি উইং (হোটেল রেডিসন ব্লু সংলগ্ন)। যোগাযোগের নাম্বার০১৭৬৯০৫১৮১৯, ০১৭৬৯০১৩৮৩২, ০১৭৬৯০১৩৫৩০ ও ০১৭৬৯০১৩৬০৪।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা প্রদানে আগ্রহী হলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন:

ফেনী: ০১৭৬৯৩৩২০৩২, ০১৭৬৯৩৩২১৭৮। চট্টগ্রাম মেট্রোপলিটন: ০১৭৬৯২৪৪০১২;

সীতাকুন্ডমীরসরাই: ০১৭২৮২০২৬৭৭, ০১৭৬৯২৪২১৩২, ০১৭৬৯২৪২১২৮;

খাগড়াছড়ি: ০১৭৬৯৩০২৩৪২, ০১৭৬৯৩০২৩৩৬;

ফটিকছড়ি: ০১৭৬৯২৭২৩৪২, ০১৭৬৯২৭২৩৩৬;

মৌলভীবাজার এবং হবিগঞ্জ: ০১৭৬৯১৭০০০৬

উল্লেখ্য যে, খাদ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে বিস্কুট, চিড়া, গুড়, খেজুর, বান ও পাউরুটি, নুডুলস, খাবার স্যালাইন, গুঁড়া দুধ, চিনি ও খাবার পানি এবং প্রয়োজনীয় দ্রব্য হিসেবে দিয়াশলাই ও মোমবাতিকে প্রাধান্য দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More