অবশেষে সত্যি হলো গুঞ্জন। ১২ বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।
বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে হয়ে যাওয়া বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পদত্যাগ করেন তিনি।
বিসিবি সূত্র জানিয়েছে, সচিবালয়ে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমের এই বৈঠকে অনলাইনে যোগ দিয়ে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। সর্বসম্মতিক্রমে তার পদত্যাগ পত্র গৃহীত হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন নাজমুল হাসান পাপন। বিদায়ী সভাপতি মুস্তাফা কামালের স্থলাভিষিক্ত হন তিনি।
এসএ/দীপ্ত সংবাদ