বরগুনায় কুয়েত প্রবাসী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামের একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে এ ঘটনার পর তালা লাগিয়ে পলাতক হয়েছেন হাসপাতালটির নার্স ও চিকিৎসকরা।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বরগুনা সদর উপজেলার মহাসড়ক এলাকায় অবস্থিত ওই হাসপাতালটি তালাবদ্ধ দেখা যায়।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার বদরখালী এলাকার তানজিলা পুতুল নামে এক প্রসূতি ওই হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিজারের মাধ্যমে এক নবজাতকের জন্ম দেন তিনি। তবে অপারেশন শেষ হলেও জ্ঞান ফেরেনি প্রসূতির। এরপর বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মধ্যরাতের দিকে ওই প্রসূতির মৃত্যু হয়।
এরপর থেকে হাসপাতালটির চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। এ ঘটনার পর বুধবার সকাল থেকেই হাসপাতালে তালা লাগিয়ে গা ঢাকা দিয়েছে হাসপাতালটির মালিক ও স্টাফরা।
মৃত তানজিলা পুতুলের স্বামী মো. শিমুল বলেন, “আমরা আইনী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
বরগুনার সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক বলেন, “এই ক্লিনিকের বিরুদ্ধে আগেও একাধিক ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ছিল। আমি আসার পর এখানে অস্ত্রোপচারের সময় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পেয়েছি। ওই বিষয়টি তদন্ত শেষে প্রতিবেদন বিভাগীয় কর্মকর্তার কাছে পাঠিয়েছি। তিনি বিষয়টি বিবেচনায় রেখেছেন। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে।”
এফএস/দীপ্ত