ঝিনাইদহ–৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের পর গণমাধ্যমে বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়েছেন সাবেক গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন অর রশিদ।
সাবেক ডিবপ্রধান গণমাধ্যমকে বলেছিলেন, এমপি আনারকে হত্যা করার পর তার মাংস আলাদা করে এতে হলুদ মেশানো হয়। যার কোনো প্রমাণ তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা পাননি।
নাম প্রকাশ না করার শর্তে এক ডিবি কর্মকর্তা বলেন, ডিবি প্রধান থাকাকালে হারুন অভিযুক্তদের বরাত দিয়ে সাংবাদিকদের সামনে মনগড়া গল্প তুলে ধরেছেন। এছাড়া ডিবির অভিযানের বিষয়ে কোনো কর্মকর্তাদের মিডিয়াতে কথা বলতেও নিষেধ করেছিলেন তিনি।
কর্মকর্তা জানান, ‘আনার হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে লাশ কেটে হলুদ মেশানোর কোন বক্তব্য নেই। এমনকি মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারাও এমন কোনো তথ্য পাননি।‘
ডিবি কর্মকর্তা আরও জানান, হারুন সবসময় মিডিয়াতে ব্রিফ করতেন। অনেক ক্ষেত্রেই আলোচনায় থাকতে মিথ্যা গল্পও তৈরি করতেন তিনি। এতদিন গোয়েন্দা পুলিশের সদস্যরা হারুনের ভয়েই নিশ্চুপ ছিলেন।
হারুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক ডিবি কর্মকর্তা বলেন, ‘হারুন স্যার মিডিয়া কাভারেজ পাওয়ার জন্য কিছু সাংবাদিকের সঙ্গে বেশ সখ্যতা তৈরি করেছিলেন। ব্রিফিংয়ে কোন ধরনের প্রশ্ন করতে হবে সেটিও তিনি ওই সাংবাদিকদের বলে দিতেন।‘
এসএ/দীপ্ত সংবাদ