সন্তানের শিক্ষা খরচ চালাতে হিমশিম খাচ্ছে পটুয়াখালীর দরিদ্র পরিবারগুলো। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে শিক্ষা উপকরণের দাম। এর মাঝেই স্কুলে আসা বন্ধ করেছে অনেকে।
গত বছর ১ দিস্তা কাগজের দাম ছিল ২০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৩০ টাকায়। ১২৪ পৃষ্ঠার খাতার ৫০ টাকা। খাতার সাথে বেড়েছে গাইড বই, কলম, পেন্সিল ও জ্যামিতি বক্সসহ সবধরনের শিক্ষা উপকরনের দাম।
এক বিক্রেতা বলেন, বেচাকেনা এখন অনেক কমে গেছে। যেই খাতা আগে বিক্রি হতো ৩৫টাকা সেটা এখন ৫০ টাকায় বিক্রি করতে হয়।
শিক্ষা উপকরনের দাম বাড়ায় সন্তানের লেখাপড়া চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে দরিদ্র পরিবারগুলো।
এক অভিভাবক জানায়, ‘আমি রিকশা চালক, অনেক কষ্ট হয়ে যাইতাছে আমাদের ছেলেমেয়ের লেখাপড়া করাইতে।’
পটুয়াখালীর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমান জানান, বর্তমানে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থী মাসে ১৫০ টাকা শিক্ষা উপবৃত্তি পায়।
শিক্ষা উপকরনের দাম বাড়ার প্রভাব পড়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কারগরি শিক্ষায়। এ অবস্থায় শিক্ষা উপবৃত্তির টাকা বাড়ানোর আবেদন করতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন শিক্ষা কর্মকর্তারা।
অনু/দীপ্ত সংবাদ