পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের ৫ বছর পরও আপিল বিভাগের চূড়ান্ত শুনানি শুরু হয়নি। চলতি বছরই এর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন।
২০১৩ সালের ৫ নভেম্বর পিলখানা হত্যাকাণ্ডের মামলায় রায় দেয় আদালত। এতে ১৫২ জনের মৃত্যুদণ্ড এবং ১৬০ জনের যাবজ্জীবন সাজা হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় ২৫৬ জনের। খালাস পান ২৭৮ জন। ৪ আসামি রায় ঘোষণার আগেই মারা যান।
২০১৭ সালের ২৭ নভেম্বর হাইকার্টের তিন বিচারপতির বেঞ্চে ডেথ রেফারেন্স এবং রাষ্ট্র ও আসামি পক্ষের আপিল নিষ্পত্তি হয়। এতে ১৩৯ জনের ফাঁসি ও ১৮৫ জনের যাবজ্জীবন বহাল থাকে। বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা বহাল রাখে আদালত।
এরপর ৫ বছর পার হয়েছে। মারা গেছেন বেশ কয়েকজন আসামি। কিন্তু শুরু হয়নি আপিল বিভাগের চূড়ান্ত শুনানি।
আসামিপক্ষ অবশ্য দ্রুত আপিল নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ চায়। আসামিপক্ষের আইনজীবী মামলার সারসংক্ষেপ শিগগিরই জমা দেওয়ার কথা জানিয়েছেন।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকালে অস্ত্রের ঝনঝনানিতে কেঁপে ওঠে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানা। হত্যার শিকার হন ৫৭ সেনা কর্মকর্তা। একইসঙ্গে প্রাণ হারান ১৭ বেসামরিক নাগরিক।
এফএম/দীপ্ত সংবাদ