অবশেষে মুখ খুললেন সাবেক সংসদ সদস্য এবং সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। যদিও শিক্ষার্থীদের আন্দোলনে বাংলাদেশ জাতীয় দলের বহু ক্রিকেটার একাত্মতা প্রকাশ করেন ছাত্র–জনতার সঙ্গে। হানাহানি, সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।
তবে, ওইসময়ে নিশ্চুপ ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যও ছিলেন। তার এই চুপ থাকা মেনে নিতে পারেনি সাধারণ মানুষ। হয়েছেন প্রবল সমালোচিত।
বুধবার (১৪ আগস্ট) ক্যামেরার সামনে আসেন। একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেন তিনি। সেখানে নিজের সীমাবদ্ধতার কথা জানিয়ে ক্ষমা চান মাশরাফী। কেন মানুষের পাশে থাকতে পারেননি, সেটিও তুলে ধরেন।
মাশরাফী বলেন, ‘আমি চেয়েছিলাম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে। এজন্য সংবিধান অনুযায়ী প্রথমে আমাকে স্টেপডাউন (সাংসদ থেকে পদত্যাগ) করতে হতো। এরপর যদি সবকিছু স্বাভাবিক হতো, আমি নড়াইলের মানুষকে কী জবাব দিতাম? তারা আমাকে এত আশা ভরসা নিয়ে সংসদ সদস্য বানিয়েছে। বরাবরই আমার মনে হয়েছে, একটা স্ট্যাটাসে কী হতো? আমি চেয়েছিলাম শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে। আমি ব্যর্থ হয়েছি। আমার ব্যর্থতা মেনে নিচ্ছি।’