আগামী ২৫ শে ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন এই সমাবর্তনে সনদগ্রহণকারীর শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে ১৫ হাজার।
বুধবার দুপুরে জাবির নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এই সমাবর্তন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাহাঙ্গীরনগরের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম।
উপাচার্য জানান, ২৫ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সমাবর্তনকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষে একটি ব্যবস্থাপনা কমিটি করা হয়েছে। কমিটির পাশাপাশি ১৫টি উপ-কমিটির গঠন করা হয়েছে। ইতিমধ্যে প্রস্তুতি শেষের দিকে, আগামীকাল বৃহস্পতিবারের ভেতর প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। এই ৬ষ্ঠ সমাবর্তনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি।
তিনি আরও বলেন, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ তার ব্যস্ততার ভেতরেও সময় দেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আগামী ২৫ তারিখের সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি আ: হামিদ। এছাড়া সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আল/দীপ্ত