সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ–জামান বলেন, আমরা বুঝতে পেরেছি পুলিশকে সংগঠিত করতে হবে। সেকারণে আমরা বর্তমানে থানা পর্যায়ে কাজ করছি। এবং পুলিশকে সবধরনের প্রটেকশন দিবো। আত্মবিশ্বাস ফিরে পেয়ে পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী।
সোমবার (১২ আগষ্ট) বিকেলে খুলনার শহীদ শেখ আবুনাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফ ও প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি ।
সেনা প্রধান বলেন, দেশের আইন শৃঙ্খরা পরিস্থিতির উন্নতি আশাব্যাঞ্জক। ২০ জেলায় মাত্র ৩০টি অপরাধ সংঘঠিত হয়েছে। এর বেশিরভাগ রাজনৈতিক সংশ্লিষ্ট।
এসময় তিনি সকল সহিংসতা পরিহার করে জনগনের জন্য রাজনীতি জন্য জন্য রাজনৈতিক দলগুলিকে আহবান জানান। এর আগে তিনি খুলনা বিভাগে কর্মরত সেনাবানীহিনর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশমানারসহ উর্ধতন সরকারী কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
ইয়াসীন/ আল/ দীপ্ত সংবাদ