এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে একটি হেলিকপ্টারে গণভবন ছাড়েন শেখ হাসিনা। সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।
সোমবার বাংলাদেশ ছেড়ে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামেন হাসিনা। সেখানে তাঁর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
শেখ হাসিনা যুক্তরাজ্যে রাজনেতিক আশ্রয় চেয়েছেন। তবে যুক্তরাজ্যের সরকার এখনও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। হাসিনা যে পদ্ধতিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন সেটি পাবার সম্ভবনা নেই বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এনডিটিভির খবরে বলা হয়, যুক্তরাজ্যের যে অভিবাসন আইন রয়েছে, সেখানে কোনো ব্যক্তির দেশটিতে ভ্রমণে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতি দিয়ে খবরে আরও বলা হয়, যে ব্যক্তি রাজনৈতিক আশ্রয় চাইছেন, প্রথমে নিরাপদে যে দেশে পৌঁছান সেখানেই চাওয়া উচিত।
এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক। এছাড়া রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভার সদস্য। যা হাসিনার রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টিকে সহায়তা করবে।
আল/ দীপ্ত সংবাদ