ইউটিউবের প্রথম কনটেন্ট আপলোড হয় ২০০৫ সালে। জাওয়েদ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ১৭ বছর আগে এই ভিডিও আপলোড করেন বাংলাদেশী বংশোদ্ভুত জাওয়েদ করিম।
ইউটিউবের সহ–প্রতিষ্ঠাতার শেয়ার করা সেই প্রথম ভিডিওর ভিউ ২৫৭ মিলিয়ন এবং কমেন্ট প্রায় ১১ মিলিয়ন ছাপিয়ে গিয়েছে।
জাওয়েদ নামের এই ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত মাত্র একটি ভিডিও আপলোড করা হয়েছে। সেই চ্যানেলের সাবসক্রাইব সংখ্যা ৩.৩৫ মিলিয়ন।
ইউটিউবে আপলোড হওয়া প্রথম সেই ভিডিওটির ডিউরেশন ছিল মাত্র ১৯ সেকেন্ড। ‘মি অ্যাট দ্য জ়ু’ শীর্ষক সেই ভিডিওতে ইউটিউবের সহ–প্রতিষ্ঠাতা জাওয়েদ করিম তুলে ধরেছিলেন স্যান দিয়েগো চিড়িয়াখানায় হাতিদের দৃশ্য। চিড়িয়াখানায় হাতিরা তাদের শুঁড়টি কীভাবে সামলায় তার ভিডিও ধারণ করেন তিনি।
ইউটিউবের প্রথম ভিডিওতে করিম বলছেন, ‘সব ঠিকাছে। আর এখন আমরা হাতিদের সামনে দাঁড়িয়ে রয়েছি। হাতিদের সম্পর্কে সবথেকে মজার বিষয়টি হল, তাদের অনেক বড় বড় শুঁড় থাকে, যা সত্যিই আকর্ষণীয়।‘
করিম যখন এই ভিডিওটি আপলোড করেছিলেন তখন তাঁর ধারণাই ছিল না যে যেখানে তিনি প্রথম বার কোনও ভিডিও আপলোড করলেন, সেই প্ল্যাটফর্মই এক সময় সারা বিশ্বের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হয়ে উঠবে।
আফ/দীপ্ত সংবাদ