কোটা সংস্কার আন্দোলনের কারণে ১২ দিন বন্ধ থাকার পর স্বল্প পরিসরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা রাজশাহী ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৭টায় দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে সকাল ৮টায় জয়দেবপুর জংশনে পৌঁছে। এরপর এই ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।
তুরাগ কমিউটার ট্রেনটি ৭টা ২০মিনিটে ঢাকা থেকে ছেড়ে জয়দেবপুর জংশনে পৌঁছে ৮টা ২০ মিনিটে। এই ঢাকার উদ্দেশ্যে ৮টা ৫৪ মিনিটে ছেড়ে যায়।
দীর্ঘদিন পর ট্রেন চলাচলের কারণে যাত্রীর পরিমান কিছুটা কম দেখা যায়।
সরকারী নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে সকল ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার আবুল হোসন।
আলম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ