দেশে জুলাই মাসজুড়ে কোটা আন্দোলনে ক্ষতবিক্ষত বাংলাদেশ। এর প্রভাব দেশ গণ্ডিয়ে প্রবাসেও ছড়িয়েছে। অথচ কানাডায় সাকিব আল হাসানের সামনে যখন প্রশ্নটি এল, বেশ ক্ষোভ ঝেড়েছেন তিনি। সামাজিক মাধ্যমে ভাইরাল দর্শকের সঙ্গে সাকিবের বাগ্বিতণ্ডার একটি মুহূর্ত।
জুনিয়র ক্রিকেটার হৃদয়, শরীফুল থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম—কোটা সংস্কার আন্দোলন নিয়ে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। মাশরাফি–সাকিবের মতো বড় ক্রিকেট তারকারা সেখানে নীরব দর্শকের ভূমিকায়। ব্রাম্পটনে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগা–টরন্টো ন্যাশনালস ম্যাচ শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি সাকিবের কাছে দর্শক জানতে চাইলেন, চলমান পরিস্থিতিতে তিনি (সাকিব) কেন নীরব। সাকিব সরাসরি কোনো উত্তর না নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’
সাকিবের কথার এই ভিডিওটি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিওতে দর্শককে বলতে শোনা যায়, ‘আমি কথা বলছিলাম। আমি তো এমপি নই। নিজের পরিবারের দায়িত্ব নিয়েছি।’ তখন সাকিব কোনো উত্তর না দিয়ে বারবারই বলেছেন, ‘দেশের জন্য আপনি কী করেছেন?’ একপর্যায়ে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাঁকে সরিয়ে নেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (এমপি) হয়েছেন মাগুরা–১ আসন থেকে। আরেক সংসদ সদস্য মাশরাফী বিন মোত্তর্জাও কোটা সংস্কার আন্দোলন নিয়ে নীরব আছেন।