কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে আন্দোলন, সংগ্রাম, নিহতের ঘটনা ঘটলেও মাগুরার পরিস্থিতি ছিল স্বাভাবিক। জেলায় এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গত ১৭ জুলাই জেলার শ্রীপুর উপজেলা সদরে ও ১৮ জুলাই জেলা শহরের ভায়নার মোড়ে কিছু সময়ের জন্য আন্দোলনে যুক্ত হয় শিক্ষার্থীরা।
শ্রীপুর উপজেলার আন্দোলন শান্তিপূর্ণ হলেও জেলা শহরের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। সে সময়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহসহ পুলিশের একাধিক সদস্যের আহত হওয়ার খবর পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীকে আটক করে। তবে নতুন করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে; সে কারণে পুলিশ প্রায় ৫০ জনকে আটক করেছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ বলেন, পুলিশ শুধুমাত্র হয়রানি করতে জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৬০ জনের উপরে দলীয় নেতাকর্মীকে আটক করেছে। প্রতিনিয়তই নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ।
মো. কাশেমুর রহমান/এজে/দীপ্ত সংবাদ