ব্রাহ্মণবাড়িয়ায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছে দুজন।
বুধবার (২৪ জুলাই) দুপুরের দিকে কুমিল্লা–সিলেট মহাসড়কের কসবা উপজেলার কালিয়ারা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে জাহিদ হাসান (২৫) ও অপু মিয়া (১৭) নামে দুজন নিহত হন।
নিহত জাহিদ উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজন।
আহতরা হলেন– জেলার রামরাইল এলাকার সিএনজি চালক সাইফুল ইসলাম (৪০) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দইখলা গ্রামের রুহুল আমিনের স্ত্রী তসলিমা বেগম।
আহত তিনজনের মধ্যে অপুকে কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে মারা যায়। জাহিদ কিছুদিনের মধ্য বিদেশ যাওয়ার কথা ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল বলেন, দুর্ঘটনার খবর পেয়েছি। কুমিল্লা–সিলেট মহাসড়কের কসবা উপজেলার কালিয়ারায় অ্যাম্ব্যুলেন্স ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া এলাকায় বুধবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার মুরাদনগর উপজেলার টংকি ইউনিয়নের বাইরা গ্রামের সেলিম মিয়ার ছেলে ছাব্বির মোটরসাইকেল যোগে নবীনগরে যাচ্ছিলেন। অন্যদিকে চারপারা ব্রিজে বিপরীত দিক থেকে আসা রাব্বির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হন।
নিহতরা হলেন– ছাব্বির (২০), রাব্বি (২১) সে জিনদপুর গ্রামের হাফেজ মিয়ার ছেলে। পিয়াস জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের কাদির মেম্বারের ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। ।
নাবিল/সুপ্তি/এজে/দীপ্ত সংবাদ