প্রায় ১২০ ঘণ্টা পর দেশে সীমিত পরিসরে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা।
মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড সেবা চালু হয়। তবে মোবাইল ডাটা বন্ধ আছে।
এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে ডাকা, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘অগ্রাধিকারভিত্তিতে বাছাইকৃত এলাকায় আজ রাত থেকেই পরীক্ষামূলকভাবে চালু হবে ব্রডব্যান্ড ইন্টারনেট।‘
সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়টি এখনও আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে অ্যালাউ (অনুমোদন) করতে পারব। আগামীকাল (আজ বুধবার) বলি, পরের অবস্থান কী।’
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) জানিয়েছে, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে পাঁচ দিনে সফটওয়্যার খাতের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫০০ কোটি টাকার ওপরে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার পর থেকে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট আর বুধবার (১৭ জুলাই) রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়।
এসএ/দীপ্ত সংবাদ