আটকে পড়া পাকিস্তানিদের (অবাঙালি উর্দুভাষী) ফ্ল্যাট দেয়ার ঘোষণা দিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের কালশী ফ্লাইওভার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কিছু উর্দুভাষী মানুষ আছে, তারা কখনো বাংলাদেশ মেনে নিতে পারেনি, পাকিস্তানে যেতে চেয়েছে সেই সময় থেকে। কিন্তু তারা আজকে এদেশে রয়ে গেছেন। তাদেরকে কেউ নেয় নাই। তাদের এখন তৃতীয়, চতুর্থ প্রজন্ম এসে গেছে। সেসময় জেনেভা ক্যাম্প, যা তাদের করে দেয়া হয়েছিল; সেখানে অত্যন্ত কষ্টের মাঝে তারা জীবনযাপন করেন। আমি ইতোমধ্যে নির্দেশ দিয়েছি, তাদের জন্য জায়গা দেখতে; উন্নতমানের ফ্ল্যাট নির্মাণ করে দেয়ার জন্য। যাতে সুন্দরভাবে এই অবাঙালিরা বসবাস করতে পারে তার ব্যবস্থাও আমরা ইনশাল্লাহ করে দেব।‘
নিজেদের ‘আটকে পড়া পাকিস্তানি‘ দাবি করা এই অবাঙালি উর্দুভাষীরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার, আল–বদর, আল–শামসদের সঙ্গে মিলে দেশে হত্যা, ধর্ষণ, লুটতারাজ চালায়। দেশ স্বাধীন হওয়ার পরও তারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি। শুধু তাই নয়, এখনো নিজেদের ‘পাকিস্তানি‘ দাবি করে সেদেশে ফেরত যেতে চায় তারা। তবে পাকিস্তান সরকার তাদের নেয়ার ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি।
সারা দেশে ১১৬টি জেনেভা ক্যাম্পে বসবাস করেন এসব অবাঙালি উর্দুভাষী। এর মধ্যে কালশীসহ শুধু ঢাকাতেই আছে ৪৫টি ক্যাম্প। সব মিলিয়ে এসব ক্যাম্পে থাকা উর্দুভাষীর সংখ্যা আনুমানিক তিন–চার লাখ।