আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে নর্থ কোরিয়া। শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ দাবি করেছে সাউথ কোরিয়া। দেশটির জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও পূর্ব উপকূলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে।
জাপানের কোস্ট গার্ডও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। যদিও এ বিষয়ে পিয়ংইং এখনো কোনো বক্তব্য দেয়নি। এদিকে আগামী সপ্তাহে যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে সাউথ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নর্থ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
সর্বশেষ ২০২২ সালের নভেম্বর মাসে পিয়ংইয়ং ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তথা আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘হুয়াসং গান ১৭’ উৎক্ষেপণ করে। সে সময় দেশটির নেতা কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির জবাব পরমাণু অস্ত্র দিয়ে দেবে তার দেশ।
এফএম/দীপ্ত