রেকর্ডবয় লিওনেল মেসি আরেকটি রেকর্ড বুকে নাম লেখালেন। সোমবার (১৫ জুলাই) কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামার সঙ্গে রেকর্ড গড়েন তিনি।
কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি গড়েছেন তিনি। একুশ শতকে কোপা আমেরিকার ফাইনালের একাদশে সুযোগ পাওয়া বয়স্ক খেলোয়াড় তিনি। ৩৭ বছর ২০ দিন বয়সে রেকর্ডটি গড়েন।
এছাড়াও ট্রফি জয়ের সংখ্যায় এখন সবার শীর্ষে আর্জেন্টাইন এই মহাতারকা। সব মিলিয়ে ক্যারিয়ারে তার শিরোপা সংখ্যা ৪৫। এতদিন ব্রাজিলের সাবেক তারকা দানি আলভেজের সঙ্গে সর্বাধিক শিরোপা জয়ের কীর্তিটা ভাগাভাগি করছিলেন। উভয়ের শিরোপা সংখ্যা ছিল ৪৪। এখন মেসি সাবেক বার্সার সতীর্থকে টপকে গেলেন।
২০০৫ সালে মেসি প্রথম শিরোপার দেখা পান। সে সময় জয় করেন জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ শিরোপা। একই মৌসুমে তিনি বার্সার হয়ে লা লিগার ট্রফি জয় করেন। সেই থেকে শুরু। তারপর একে একে মেসি তার শিরোপা সংখ্যা সমৃদ্ধ করে চলেছেন।
এ সময়ে বার্সেলোনার হয়ে দশটি লা লিগার শিরোপা, একই দলের হয়ে ৭ বার কোপা দেল রে, সাতবার স্প্যানিশ সুপার কাপ, ৭ বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার উয়েফা সুপার কাপ, তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করেন। এরপর প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে তিনবার ফ্রেঞ্চ লিগ, একবার ট্রফি দা চ্যাম্পিয়ন্স, ইন্টার মায়ামির হয়ে একবার লিগ কাপ জয় করেন।
ফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে রেকর্ড ১৬তম কোপার ট্রফি ঘরে গেল আর্জেন্টিনার। এ নিয়ে নিজের দীর্ঘ ক্যারিয়ারের ৪৫তম শিরোপা জিতলেন মেসি। ফুটবল ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ট্রফি জয়ের রেকর্ড। দানি আলভেজ ৪৪টি ট্রফি নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।