২০১০ সালে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ওয়াকা ওয়াকা‘ গান গেয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। এবার এই পপতারকা পারফর্ম করতে যাচ্ছেন, কোপা আমেরিকার ফাইনালে।
এই মঞ্চে উপস্থিত হতে তিনি পারিশ্রমিক নিচ্ছেন ২ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় ২৩ কোটি টাকারও বেশি।
ফুটবলের সর্বকালের সেরা গান বলা হয় কলম্বিয়ান গায়িকা শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’কে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে গানটি ফুটবল সংশ্লিষ্ট সবাইকে অনুপ্রাণিত করে যাচ্ছে।
এবার কোপা আমেরিকার শেষ ঝলকে ধরা দিতে যাচ্ছেন শাকিরা। কোপার ৪৮তম আসরের ফাইনালে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়।
ফাইনাল ম্যাচে খেলার মধ্য বিরতিতে মঞ্চে ওঠবেন শাকিরা। হাফ টাইম শো–তে এই গায়িকা কার্ডি বি–এর সঙ্গে ‘পুন্টেরিয়া’ এবং তার নতুন অ্যালবামের কয়েকটি গান গাইবেন। সেখানে শাকিরা তার হিট গানগুলোর অংশ বিশেষও পরিবেশন করে গ্যালারিভর্তি দর্শক মাতাবেন কলম্বিয়ার এই তারকাশিল্পী।
আর্জেন্টাইন এক সাংবাদিক জানিয়েছেন, এই পারফর্মেন্সের জন্য শাকিরা নিচ্ছেন মোটা অংকের পারিশ্রমিক। তাকে দেওয়া হচ্ছে ২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশই টাকায় প্রায় ২৩ কোটি ৪৮ লাখ টাকা।
জানা যায়, কোপা আমেরিকার ফাইনাল খেলার হাফ টাইমে হবে শাকিরার কনসার্ট। আর তার জন্য হাফ টাইমের বিরতি বাড়িয়ে ১৫ মিনিট থেকে ২৫ মিনিট করা হয়েছে। তবে ১০ মিনিট টাইম বাড়ানোতে তৈরি হয়েছে বিতর্ক!
মোহসান / আল / দীপ্ত সংবাদ