বাংলাদেশকে তুলে ধরতে মার্চ মাসে তিন দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে বিজনেস সামিট। চলতি বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এ আয়োজন করবেন।
১১ থেকে ১৩ মার্চ ঢাকায় আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনের থাকবে আন্তর্জাতিক মিডিয়া পার্টনার সিএনএন।
শনিবার ( ১৮ ফেব্রুয়ায়ারি ) রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সুযোগ দিতে দেশ পুরোপুরি প্রস্তুত। জ্বালানির দাম বাড়ায় চাপে পড়েছেন ব্যবসায়ীরা।
তিনি আরও জানান, বিদেশি বিনিয়োগকারী ও ক্রেতারা কেবল পণ্য দেখতে আসবে তা নয়। দেশের অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ই পর্যবেক্ষণ করবে তারা।
বিশ্ব বাজারে পণ্যের দাম না কমলে দেশে মূল্যস্ফীতি কমার সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি।
প্রায় পনেরোটি দেশের মন্ত্রীসহ বিদেশি বিনিয়োগকারীরা এতে অংশ নেবেন। তৈরি পোশাক, চামড়া, সিরামিক, পাট, টেক্সটাইলসহ সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরা হবে।
এফএম/দীপ্ত