নাইজেরিয়ায় উত্তর–মধ্যাঞ্চলের প্লাটু রাজ্যে একটি স্কুলের ভবন ধসে ২২ শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে আরও শতাধিক।
শুক্রবার (১৩ জুলাই) সকালে ক্লাস চলাকালে রাজ্যের জোস নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজের দুই তলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে।
শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্লাটো পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো পরে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে মোট ১৫৪ জন শিক্ষার্থী আটকা পড়েছে। তবে তাদের মধ্যে ১৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাইজেরিয়ার ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকেও ঘটনাস্থলে উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। তারা জানিয়েছে “বেশ কিছু শিক্ষার্থী” নিহত হয়েছে।
প্লাটো রাজ্যের তথ্য কমিশনার মুসা আসোমস এক বিবৃতিতে বলেছেন, “প্রায় ১২০ জন আটকা পড়েছে এবং আটকা পড়াদের অনেককে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে।
আহতরা যেন দ্রুত চিকিৎসা পান সেজন্য স্থানীয় হাসপাতালগুলোকে কোনো ধরনের কাগজপত্র ও অর্থ ছাড়া চিকিৎসা দিতে সরকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তথ্য কমিশনার।
দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে অ্যাবেল ফুয়ানদাই নামের একজন স্থানীয় বাসিন্দা জানান, স্কুলভবন ধসে তার বন্ধুর ছেলেও মারা গেছে।
উল্লেখ্য, কী কারণে ওই স্কুলটি ধসে পড়ল তা এখনও নিশ্চিত নয়। তবে ওই এলাকায় টানা তিনদিন ধরে ভারী বর্ষণের কারণে এমনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসএ/দীপ্ত সংবাদ