জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নিন্মাঞ্চাল ও লোকালয়ে পানি থাকায় দুর্ভোগে আছে বানভাসি মানুষ।
পানি বন্দি হয়ে আছে জেলার মেলান্দহ, মাদারগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ী, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ছয়টি উপজেলার ৫০টি ইউনিয়নে তিন লাখ মানুষ।
যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৫৫ সেন্টিমিটার ও সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার ৯৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
বন্যায় ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ও ১৯টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে। পানিতে ডুবে আছে ১০ হাজার হেক্টর ফসলী জমি গোচারণভূমিসহ আঞ্চলিক সড়ক।
উল্লেখ্য, বন্যা দুর্গতদের জন্য জেলা প্রশাসন ১১শ মে.টন চাউল ও নগদ ২২লাখ টাকা বরাদ্দ দিয়েছে।
তানভীর/এসএ/দীপ্ত সংবাদ