হঠাৎ করেই শ্রীলঙ্কার টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এই তারকা অলরাউন্ডারের ওপর আরও সময় ধরে আস্থা রাখতে চেয়েছিলো এসএলসি।
লঙ্কান বোর্ডকে এক চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি জানিয়েছেন এই লেগ স্পিন অলরাউন্ডার।
এসএলসির বিবৃতিতে বলা হয়েছে, হাসারাঙ্গা শ্রীলঙ্কা ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দেওয়ার এবং একজন খেলোয়াড় হিসাবে দলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি–২০ বিশ্বকাপে হাসারাঙ্গার নেতৃত্বে নকআউট পর্বের আগেই বিদায় নেয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আসরে ভালো পারফরম্যান্স করতে পারেননি হাসারাঙ্গা নিজেও।
লঙ্কানদের পরবর্তী অভিযান ভারতের বিপক্ষে, চলতি মাসে সাদা বলের সিরিজ। ওই সিরিজে দেখা যাবে নতুন অধিনায়ক।
মোহাম্মদ হাসিব/এসএ/দীপ্ত সংবাদ