লর্ডসে সিরিজের প্রথম টেস্টের ১ম দিন শেষে, ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৬৮ রানে এগিয়ে ইংল্যান্ড।
দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৮৯ রান। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের ক্যারিয়ারের শেষ ম্যাচ দেখতে মাঠে আসে দর্শকরা।
তবে প্রথম ইনিংসের গল্পটা শুধুই অ্যাটকিনসনের। ম্যাচের একাদশ ওভারে উইকেটের দেখা পান অ্যাটকিনসন। ব্র্যাথওয়েটকে বোল্ড করে লাল বলের ক্রিকেটে প্রথমবার উইকেটের স্বাদ নেন এই পেসার। এক ওভার পর তিনি ফিরিয়ে দেন কার্ক ম্যাকেঞ্জিকে। ড্রাইভ করে স্লিপে ধরা পড়েন বাঁহাতি এই ব্যাটার। ৫ ওভারে ৪ মেডেনসহ ২ রান খরচায় ২ উইকেট নিয়ে প্রথম স্পেল শেষ করেন অ্যাটকিনসন।
লাঞ্চের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন এই পেসার। নিজের নবম ওভারে চার বলের মধ্যে তিন উইকেট তুলে নিয়ে ফাইফার পূর্ণ করেন তিনি। আলিক আথানেজ প্রথম স্লিপে ধরা পড়ার পরের বলেই বিদায় করেন তিনি অভিজ্ঞ জেসন হোল্ডারকে। হ্যাটট্রিক বলটি ঠেকিয়ে দিলেও পরের বলে কিপারের কাছে ক্যাচ দেন জশুয়া ডি সিলভা।
১২ ওভার বোলিং করে ৪৫ রানে ৭ উইকেট শিকার করেন তিনি।
ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১২১ রানে। জবাবে প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে থ্রি–লায়ন্সের সংগ্রহ ৩ উইকেটে ১৮৯ রান। জ্যাক ক্রাউলি ৭৬ ও অলি পোপ করেন ৫৭ রান।
হাসিব/ আল / দীপ্ত সংবাদ